ভারতের শেয়ারবাজারের বিষয়ে চলতি বছর সতর্ক অবস্থান নিচ্ছে বিনিয়োগ প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলি ও সিএলএসএ। নানাবিধ কারণে তারা এ অবস্থান নিচ্ছে বলে জানা গেছে যেমন লোকসভা নির্বাচন, ভূরাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের বাজারের পরিস্থিতি ও শেয়ারের তুলনামূলক উচ্চ মূল্য।
এক প্রতিবেদনে মরগ্যান স্ট্যানলি বলেছে, যদিও সম্প্রতি কয়েকটি রাজ্যসভার নির্বাচনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন জোট লোকসভা নির্বাচনে জিতে আবার ক্ষমতায় আসতে চলেছে, নির্বাচনের ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত ভারতের শেয়ারবাজার টালমাটাল থাকবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
