শিরোনাম

অযোধ্যায় যাবে না কংগ্রেস, মন্দির–রাজনীতির বিরুদ্ধে হাতিয়ার হচ্ছে ধর্মনিরপেক্ষতা

দেশের ধর্মনিরপেক্ষ আদর্শ রক্ষায় ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে না গিয়ে কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ জোট আগামী লড়াইয়ের অভিমুখ স্থির করে ফেলল। শিবসেনার উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সিপিএমের সীতারাম ইয়েচুরি আগেই জানিয়েছিলেন, ওই অনুষ্ঠানে তাঁরা যাবেন না। গতকাল বুধবার কংগ্রেসও সেই সিদ্ধান্তের সঙ্গে সহমত হওয়ায় আসন্ন লোকসভা ভোটের লড়াইয়ে ধর্মই বড় হয়ে উঠতে চলেছে। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই আগামী নির্বাচনকে ‘সনাতন ধর্ম রক্ষার’ লড়াই হিসেবে চিহ্নিত করে দিয়েছে।

রামমন্দিরের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকার জন্য ওই মন্দিরের তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আড়াই সপ্তাহের টানাপোড়েন ও রাজনৈতিক বিশ্লেষণের পর গত বুধবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন। দলের মুখপাত্র জয়রাম রমেশ এক বিবৃতিতে বলেন, অযোধ্যার কর্মসূচি পুরোপুরি বিজেপি ও আরএসএসের নিজস্ব। দেশের লাখ লাখ মানুষ রামের পূজা করেন। ধর্ম একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু বিজেপি ও আরএসএস রামমন্দিরের ওপর থাকা মানুষের আস্থার রাজনৈতিকীকরণ করছে। সেটা করছে স্রেফ ভোটের কথা ভেবে। তাই তড়িঘড়ি অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *