
দুবাই
এশিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানের ধনীদের আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের শহর দুবাই। সে কারণে এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো একের পর এক দুবাই শহরে কার্যালয় খুলছে। বিশেষ করে চীন ও মধ্যপ্রাচ্যের মধ্যকার উষ্ণ কূটনৈতিক সম্পর্কের সুযোগ নিচ্ছে তারা। ধনীরা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে পড়ার যে নীতি গ্রহণ করেছেন, তার ওপর বাজি ধরেছে এই কোম্পানিগুলো।
সম্পদ ব্যবস্থাপকেরা বলেছেন, উপসাগরীয় অঞ্চলের আর্থিক কেন্দ্র হয়ে উঠেছে দুবাই। এশিয়া, বিশেষ করে চীনের অনেক ধনী মানুষ এখন দুবাইয়ের অনুকূল নীতির সুযোগ নিতে আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন। খবর রয়টার্স
চীনের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নোয়া হোল্ডিংস চলতি বছরের শেষ নাগাদ দুবাইয়ে ব্যবসা করার লাইসেন্স পাবে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা কিং প্যান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। তিনি আরও বলেন, চীনের যে ব্যবসায়ীরা দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন, মূলত তাঁদের সেবা দিতেই এই আয়োজন।