গায়েহলুদে ভিন্নতা আনতে কনের সাজপোশাক যেমন হতে পারে

বিয়ের চেয়েও যেন আজকাল হলুদের অনুষ্ঠানে বিশেষ আগ্রহ দেখা যায়। আর তাই কনের হলুদের সাজসজ্জাও বিশেষভাবে নজরে আসে। একটু ভিন্নভাবে শাড়ি পরে বা ফুলের গয়নায় নতুনত্ব এনেই চমকে দিতে পারেন অতিথিদের।

গায়েহলুদের অনুষ্ঠানে শাড়ি পরার ঢং আর ফুলের গয়না বদলে দিতে পারে কনের সাজ। মডেল: সুমি, শাড়ি: বিবি প্রডাকশন, সাজ: তানজিমা শারমীন

গায়েহলুদের অনুষ্ঠানে শাড়ি পরার ঢং আর ফুলের গয়না বদলে দিতে পারে কনের সাজ। মডেল: সুমি, শাড়ি: বিবি প্রডাকশন, সাজ: তানজিমা শারমীনছবি : সুমন ইউসুফ

কনে সেজেছেন  ফুলের গয়নায়। তবে উপস্থাপনায় এসেছে নতুনত্ব। গেরুয়া রঙের শাড়িতে মুখোশের মোটিফ, ওপরে সাদা কটি যোগ করেছে ভিন্ন মাত্রা

কনে সেজেছেন ফুলের গয়নায়। তবে উপস্থাপনায় এসেছে নতুনত্ব। গেরুয়া রঙের শাড়িতে মুখোশের মোটিফ, ওপরে সাদা কটি যোগ করেছে ভিন্ন মাত্রাছবি : কবির হোসেন

সাদামাটা শাড়ি, রঙিন অনুষঙ্গে বর্ণিল হলুদের কনে। পায়ে কেডস যোগ করেছে ভিন্নমাত্রা। মডেল: মৌসুম, গয়না: গ্ল্যুড টুগেদার, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, ব্লাউজ: যাত্রা, চশমা ও জুতা: বিস্কুট ফ্যাক্টরি, সাজ: পারসোনা

সাদামাটা শাড়ি, রঙিন অনুষঙ্গে বর্ণিল হলুদের কনে। পায়ে কেডস যোগ করেছে ভিন্নমাত্রা। মডেল: মৌসুম, গয়না: গ্ল্যুড টুগেদার, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, ব্লাউজ: যাত্রা, চশমা ও জুতা: বিস্কুট ফ্যাক্টরি, সাজ: পারসোনাছবি: কবির হোসেন

হাফ সিল্কের লালরঙা শাড়িতে বাঙালিয়ানা সাজে হলুদের কনে

হাফ সিল্কের লালরঙা শাড়িতে বাঙালিয়ানা সাজে হলুদের কনেছবি : সুমন ইউসুফ

হলুদে এখন অনেক কনেই পরছেন রুপার গয়না

হলুদে এখন অনেক কনেই পরছেন রুপার গয়নাছবি : কবির হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *