১৪০ ভাষায় গান গাইলেন তিনি

কিছুদিন আগে আফ্রিকার দেশ ঘানায় এক নারী গানের ম্যারাথন করেছিলেন। তাও আবার পাঁচ দিন ধরে! তবে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে পেরেছেন কি না, তা এখনো জানা যায়নি। তবে গান দিয়েই এবার রেকর্ড গড়েছেন কেরালার এক নারী সুচেথা সতীশ। কনসার্ট ফর ক্লাইমেটে ১৪০টি ভাষায় গান গেয়েছেন তিনি। এতগুলো ভাষায় গান যে শুধু কৃতিত্ব দেখানোর জন্য…

Read More